এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:

বাগেরহাটের মোরেলগঞ্জে চলতি এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রে অনিয়ম ও দায়িত্বে অবহেলার দায়ে মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৯ শিক্ষক ও  পোলেরহাট আজহারিয়া দাখিল মাদরাসা কেন্দ্রর ১জন মাদরাসা শিক্ষককে দায়িত্ব  থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চলতি এসএসসি পরীক্ষার ২য় দিন গত মঙ্গলবার ইংরেজি ১ম পত্রের পরীক্ষা চলাকালীন নির্বাহী কর্মকর্তাসহ ভিজিলেন্স টিমের সদস্যরা কয়েকজন পরীক্ষার্থীর নিকট প্রকাশ্যে ব্যাগ, বই, খাতা ও মোবাইল ফোন পাওয়ায় ৩টি কক্ষে দায়িত্বে থাকা ৯ জন কক্ষ পরিদর্শককে(শিক্ষক) দুই বছরের জন্য অব্যাহতির জন্য সুপারিশ করেন। ঘটনাটি নিয়ে কয়েকঘন্টা ধরে কেন্দ্র সচিব ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে কথা চালাচালির পরে রাত ৮টার দিকে ৯ শিক্ষকের বহিস্কারাদেশের খবর প্রকাশ্যে আসে।

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. শহিদুল ইসলাম লিখিত এক অফিস আদেশে ওই ৯ শিক্ষককে ২০২৫ ও ২০২৬ সালের জন্য পরীক্ষায় দায়িত্ব পালন থেকে অব্যাহতির অফিস আদেশ জারি করেন। এ কেন্দ্রটিতে ১১টি বিদ্যালয়ের ৪৭৪ জন পরীক্ষার্থী রয়েছেন। অপরদিকে পোলেরহাট আজহারিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে নেহালপুর কুহারদাহ দাখিল মাদরাসার সহকারি সুপার মো. এসকেন্দার আলীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে কেন্দ্র সচিব মো. মাকসুদ আলী খান এক লিখিত নোটিশে জানিয়েছেন।

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হচ্ছেন, চিপা বারইখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মাসুম বিল্লাহ ও নিমাই চন্দ্র রায়। জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহানাজ আক্তার, তাপস কুমার মজুমদার, শহিদুল ইসলাম ও সোহেলী পারভিন। শহিদ শেখ রাসেল মুজিব উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পলি দেবনাথ, নাসির উদ্দিন খান ও অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শফরুল ইসলাম।

এ বিষয়ে কেন্দ্র সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৩টি কক্ষ থেকে ৯ শিক্ষককে দায়িত্বে অবহেলার কারনে ২ বছরের জন্য অব্যহতি প্রদান করা হয়েছে।