আব্দুল খালেক, সম্পাদক:
রাজশাহীর গোদাগাড়ীতে মাদক ব্যবসা করবে না বলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে স্বাভাবিক জীবনে ফেরার আবেদন করেছেন শাহাদত নামের এক মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার বিকেলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে গোদাগাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ড মাদারপুর গ্রামের হোসেনের ছেলে শাহাদত স্বীকার করেন যে, তিনি একজন মাদক- হেরোইন ব্যবসায়ী। তিনি আর কোন দিন যুব সমাজকে নষ্ট করার উদ্দেশ্যে হেরোইন বা কোন ধরনের মাদক কারবার এর সহিত জড়িত হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে তিনি আরও বলে যে, আমি তওবা করছি আর কোনদিন এমন ঘৃণ্য পেশার সাথে আর জড়িত হবো না। যদি হই তাহলে আমি দেশ ও জনগণের শত্রু।
গোদাগাড়ী উপজেলা মসজিদের ইমাম মাও. শরিফুল ইসলাম তাকে তওবা পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) মোঃ শামসুল ইসলাম, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা, সমাজসেবা অফিসার, ৫জন মুক্তিযোদ্ধা, জিখবর সম্পাদক আব্দুল খালেক, হান্নান, শাহাদাতের ছোট ছেলে, পুলিশসহ অনেকেই।
শাহাদাতকে সাভাবিক জীবনে ফিরে আসার জন্য উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ মিষ্টিমুখ করান ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন যদি কেউ মাদক সেবন কিংবা মাদক ব্যবসা বাদ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাহলে প্রশাসন তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে।