আব্দুল খালেক :
রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। ‘‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমূলক বাংলাদেশ গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে শনিবার সকাল ১০টায় চিত্রাংকন প্রতিযোগিতা ও হস্তলিপি প্রতিযোগিতা এবং বিকেলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি জেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলামসহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারি শিক্ষা অফিসারবৃন্দ।
বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা বিস্তারে আদর্শ শিক্ষকের ভূমিকা অপরিসীম। সকল শিক্ষককের মনোযোগের সহিত পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে। সেই সাথে সকল ছাত্র/ছাত্রীকে প্রতিষ্ঠানে আসার জন্য উৎসাহিত করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে ছাত্র, শিক্ষক ও অভিভাবকের সমন্বয়সাধন করতে হবে। তবেই মানসম্মত শিক্ষার বিস্তার ঘটবে।