গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে সিরাতুন নবী (স.) উপলক্ষ্যে বিশ^নবীর জীবন ও কর্মনীতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর, শনিবার সকাল ১১টায় গোদাগাড়ী উপজেলা অডিটরিয়ামে উলামা বিভাগ, গোদাগাড়ী পৌরসভা কর্তৃত অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক এমপি ও কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন রাজশাহী মহানগরীর বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের সভাপতি মাও. আবুল কালাম আজাদ, সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌরসভার উলামা বিভাগের সভাপতি শায়খ আবু মুহাম্মাদ বজলুর রহমান মাদানী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেকসহ নেতৃবৃন্দ।