জিখবর ডেস্ক:  গোদাগাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের বদলী আদেশ স্থগিতের জন্য মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে স্থানীয় জনসাধারণ।
রবিবার সকাল ১০টায় গোদাগাড়ী ডাইংপাড়া চত্তরে গোদাগাড়ীর জনসাধারণ মানববন্ধন করেছে এবং রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়া হয়। জানা যায় গত ২৫ সেপ্টেম্বর বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহী থেকে ইউএনও ফয়সাল আহমেদ এর বদলীর এক প্রজ্ঞাপন জারি করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান বর্তমান ইউএনও এর গোদাগাড়ীতে যোগদান করা মাত্র ৭ মাস চলছে। এই সময়ের মধ্যে তিনি উন্নয়নমূলক অনেক কাজ করেছেন, রাস্তা ঘাট তৈরি, ৯টি ইউনিয়নে মিনি শিশু পার্ক, সেলাই প্রশিক্ষণ, কৃষি প্রশিক্ষণ, দারিদ্রদের সহায়তা, মাদকসেবীদের পুনর্বাসন ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা, চরাঞ্চলের সাপেকাটা রোগী, গর্ভবর্তী ও জরুরী কাজে যাতায়াতের জন্য স্পীড বোর্ডের ব্যবস্থাসহ বিভিন্ন কাজ করে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন।

জনকল্যাণ সামজিক সংগঠনের মহাসচিব নুরে আলম অহিদ জানান বর্তমান ইউএনওকে বর্তমান  কর্মস্থলে জনগনের চাহিদা মোতাবেক কাজ করার জন্য আরো সময় দেয়া প্রয়োজন।

স্থানীয় সমাজকর্মী দেলোয়ার জানান সামজিক নিরাপত্তা সেক্টরে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার গৃহীত পদক্ষেপগুলোর মাধ্যমে সমাজের নিম্ন শ্রেণির মানুষেরা উপকারভোগী হয়েছেন। তাই তাঁকে আরো কাজ করার সুযোগ দেয়া উচিত। এজন্য আমরা তাঁর বদলী আদেশ স্থগিত চাই।

ছাত্র সমন্বয়ক রহমতুল্লাহ জানান গোদাগাড়ীর গোদাগাড়ীর মানুষদের চিত্ত বিনোদনের জন্য ইতোপূর্বে কোন পার্ক হয়নি। বর্তমান ইউএনও’র একান্ত প্রচেষ্টায় ৯টি ইউনিয়নে ৯টি মিনি শিশু পার্ক নির্মান কাজ করেছেন। তিনি আশংকা করেন যে তাঁর বদলীর ফলে এ কার্যক্রম বাধাগ্রস্থ হবে।

স্থানীয় জনগণের দাবি গোদাগাড়ী উপজেলাকে সুন্দর ও আধুনিক উপজেলায় রূপান্তরের জন্য ইউএনও ফয়সাল আহমেদ এর বদলীর আদেশ স্থগিত করে আরো অধিক সময় গোদাগাড়ীতে রাখা হোক।