বাগেরহাট জেলা প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে জাকের পার্টি মূলদল এবং সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক বর্ণাঢ্য জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার মোড়সংলগ্ন এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় নেতা খান আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
জাকের পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক চান,
বাগেরহাট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও ওলামা ফ্রন্টের সভাপতি ওমর ফারুক বুলবুলি,
কৃষক ফ্রন্টের সভাপতি মুন্সি বাদল রেজা,
কচুয়া উপজেলা সভাপতি তৌহিদুল ইসলাম মিনা,
বাগেরহাট জেলা মহিলা ফ্রন্টের সভাপতি মোছা. ছালেহা বেগম,
পৌর সভাপতি মো. জাহাঙ্গীর শেখ,
সাধারণ সম্পাদক মো. শাহ আলম মোল্লা।
বক্তারা বলেন, মহান আল্লাহর নাম ও বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)–এর দিকনির্দেশনায় জাকের পার্টি শান্তি, মানবতা ও নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
তারা আরও বলেন, দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে জাকের পার্টির ভূমিকা ঐতিহাসিক। বক্তারা নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ব্লকচেইন ই-ভোটিং ব্যবস্থার দাবি জানান, যাতে জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়।
উল্লেখ্য, জাকের পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যানের নির্দেশে ২০ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে দেশব্যাপী এই জনসভা ও র্যালি কর্মসূচি বাস্তবায়িহচ্ছে