বি.এম রুবেল আহমেদঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রাজশাহীতে অবস্থানরত স্টুডেন্টদের নিয়ে ভোলাহাট স্টুডেন্টস এসোসিয়েশন এর আয়োজনে রাজশাহী বোটানিক্যাল গার্ডেনে এক জমজমাট মিলনমেলা অনুষ্ঠিত হয়। ৮ নভেম্বর শনিবার দিনব্যাপী রাজশাহী বোটানিক্যাল গার্ডেনে (রাজশাহী চিড়িয়াখানা) সংগঠনের ২৭তম মিলনমেলা উপলক্ষে সকাল ৯টা থেকে শুরু করে ছাত্র-ছাত্রী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অতিথিবৃন্দ উপস্থিত হতে থাকেন।
মিলনমেলার আয়োজনে ছিলো, সকালের নাস্তা কালাই রুটি, ব্লাড প্রেশার মাপা, ব্লাড গ্রুপ নির্ণয়, আলোচনা সভা, টি-শার্ট বিতরণ, দুপুরের খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও সমাপনী বক্তব্য। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মাহমুদুল হক। স্বাগত বক্তব্য রাখেন ভোলাহাট স্টুডেন্টস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিকস ইঞ্জিনিয়ারিং এন্ডস বায়োটেকনোলজি ড. আসাদুল ইসলাম, রসায়ন বিভাগের ড. নুরুল ইসলাম, ফার্মেসী বিভাগের প্রফেসর ড. উজ্জ্বল হক, প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহেদ টনিক,উপদেষ্টা ফুয়াদ হোসেন,মোঃ রশিদুল আলম জেম, রসায়নবিদ রেজাউল করিম, সাবেক ব্যাংকার আশরাফুল হক লাল, ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ের সাবেক উপাধ্যক্ষ মোঃ তাহাজ্জুদ হোসেন, ভোলাহাট সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান ডাঃ ইউসুফ আলী, পরিচালক- তথ্য অধিদপ্তর (পিআরএল) মোঃ ফরহাদ হোসেন।
ভোলাহাট স্টুডেন্টস এসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ, বিসিএস শিক্ষা ক্যাডার মোঃ নাসির উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সমাপনী বক্তব্য রাখেন, ভোলাহাট স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি মোঃ ফাহাদ হাসান শুভ। এ সময় বক্তারা বলেন, আগামীর সম্মৃদ্ধ জীবন উপভোগ করার জন্য ছাত্র-ছাত্রীদের সবসময় লেগে থাকার পরামর্শ দেন।

















