জিখবর ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাংবাদিক সেলিম সানোয়ার পলাশ ২৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ইন্নলিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 55 বছর।
জানা যায় শুক্রবার গোদাগাড়ী উপজেলার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের প্রচার সম্পাদক, হরিণবিস্কা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, দৈনিক দিনকাল সহ স্থানীয় পত্রিকার সাংবাদিক, গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সংস্থার গোদাগাড়ী উপজেলার সভাপতি, সেলিম সানোয়ার পলাশ বিএনপি’র মনোনীত প্রার্থী শরীফ উদ্দীনের নির্বাচনী প্রচারাভিযান শেষে বাড়ীর দিকে আসার সময় রাস্তায় পিরিজপুর গ্রামে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। এ সময় অবস্থা বেগতিক দেখে দ্রুত প্রেমতুলি হাসপাতালে নেয়া হলে পথেই তিনি ইন্তেকাল করেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় পিরিজপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং স্থানীয় গোরস্থানে তার দাফন কাজ সমপাদন করা হয়।
মরহুমের জানাযায় মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীন অংশগ্রহণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাস্টার নুমায়ন আলী, গোদাগাড়ী উপজেলার শিক্ষক সমাজ, সাংবাদিকসহ হাজার হাজার মুসল্লী জানাযায় অংশগ্রহণ করেন।













