গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপা ইনবাবগঞ্জের রহনপুরে পৌরসভা পরিচালিত গবাদিপশু হাটে দীর্ঘদিন যাবত ক্রেতা- বিক্রেতার কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুন খাজনা নিচ্ছিল ইজারাদার।সোমবার তা বন্ধ করে দেয় শিক্ষার্থীরা।রহনপুরের শিক্ষার্থীদের সংগঠন জেন- জেডের সদস্যরা সোমবার রহনপুর পৌরসভা পরিচালিত গবাদিপশু হাটে অভিযান চালিয়ে ইজারানুদারকে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ না নেয়ার অনুরোধ করে।তারা বিষয়টি দিনভর মনিটরিং করে।পরে তাদের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে অতিরিক্ত খাজনা না দেয়ার জন্য জনসাধারণকে সতর্ক করা হয়। এ বিষয়ে সংগঠনের সমন্বয়ক ইফতেখার মাশরুর শুভ জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিত ওই গবাদিপশু হাটে শিক্ষার্থীদের সাথে নিয়ে অভিযান চালিয়ে ইজারাদারকে ক্রেতা-বিক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত অর্থ না নেয়ার জন্য অনুরোধ করা হয়।এছাড়া ওই হাটে অস্থায়ী দোকানপাঠ থেকেও অতিরিক্ত অর্থ না নেয়ার অনুরোধ করা হয়।এখন থেকে গরু প্রতি ৫০০টাকা ও দোকান প্রতি ২৫ টাকা করে খাজনা আদায় করা হবে বলে তিনি জানান। তিনি আরও জানান,এরআগে গরু প্রতি ৮০০ টাকা ও দোকান প্রতি ২০০ টাকা খাজনা নেয়া হতো।