আব্দুল খালেক: রাজশাহীর গোদাগাড়ীতে ১৫ বছরের এক বিবাহিতা মেয়ে নিখোঁজ হয়েছে। এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় একটি জিডি হয়েছে বলে নিশ্চিত করেছেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান। পারিবারিক সূত্রে জানা যায় কেল্লাবারুইপাড়া গ্রামের মোঃ সোবুর রহমানের ৩নং কন্যা ও আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর ৯ম শ্রেণির শিক্ষার্থী মোসাঃ বৈশাখীকে ১০ সেপ্টেম্বর থেকে পাওয়া যাচ্ছে না। গোদাগাড়ী উপজেলার রেলগেটে নামক স্থানে প্রায় এক মাস আগে বৈশাখীর বিয়ে হয়। ১০ তারিখ সে সকালে প্রতিদিনের মত বিদ্যালয়ে গিয়ে আর বাড়ী ফিরেনি। তবে সন্দেহ করা হচ্ছে তার ঘনিষ্ঠ বান্ধবী দেবীনগর ইউনিয়নের ইসরাফিল ওরফে গুডুর মেয়ে তাজরীনের সাথে গিয়েছে।
এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন আমরা একবার মোবাইল ট্র্যাক করে লোকেশন জানতে পারি সে আশুলিয়ায় আছে। তবে পুলিশের আসল কাজ এখনো শুরু হয়নি।
কোন সহৃদয় ব্যক্তি খোঁজ পেলে
নিজ ভাই মোঃ মাসুম ০১৭৪০৯৯০৫৮৬
চাচাতো ভাই- হামিদুর ০১৭৪৯৪৬২১৮৭

















