আব্দুল খালেক, সম্পাদক:
রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসুচীর আওতায় বরাদ্দকৃত অর্থ দ্বারা শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গোদাগাড়ী উপজেলার আদিবাসী শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ৯ হাজার ৫শত টাকা করে মোট ৫০ জন শিক্ষার্থীকে মোট ৪৭৫০০০ টাকা প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল হায়াত।
উপস্থিত ছিলেন, অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থা (আসুস) এর পরিচালক রাজকুমার শাও এবং সদস্য চিত্তরঞ্জন সরদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত সকল শিক্ষার্থীকে মনোযোগ দিয়ে লেখা পড়া করার জন্য আহ্বান জানান। সেই সাথে কারো কোন সমস্যা থাকলে তা জানানোর জন্য বলা হয়।