জিখবর ডেস্ক:
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় পা হারালেন গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসিফ।
জানা যায় আজ শনিবার বেলা ১.৫৫ ঘটিকার দিকে উপজেলার মাটিকাটা এলাকায় মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলে গুরুতর আহত হন গোদাগাড়ী উপজেলা সহকারি প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান আসিফ। তিনি বাড়ী থেকে উপজেলা অফিসে মোটরসাইকেল যোগে আসছিলেন এবং চাঁপাই থেকে রাজশাহীগামী মাইকোবাসটি আসিফকে স্বজোরো ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মুমূর্ষ অবস্থায় পড়ে থাকে। ঘটনা জানতে পেরে উপজেলার কয়েকজন স্টাফ সেখানে উপস্থিত হয়ে আসিফকে রাজশাহী মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করেন। গোদাগাড়ী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান ঘাতক মাইক্রোটি প্রেমতুলি পুলিশ ফাঁড়ি হেফাজতে আছে। এখনো কোন মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


















