চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএমডিএর জোনাল অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে এর উদ্বোধন করেন চাপাইনবাবগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুঃ জিয়াউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ( বিএমডিএ) চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এটিএম মাহফুজুর রহমান, রাজশাহীর নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যনা,চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্যামিউল আলম শ্যামল, চৌডালা ইউনিয়ন পরিষদ গোলাম কিবরিয়া হাবিব, বিএমডিএর গোমস্তাপুর জোনের সহকারী প্রকৌশলী আহসান হাবীব, ভোলাহাট উপজেলা জোনের সহকারী প্রকৌশলী লোকমান হাকিমপ্রমুখ।
গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধিঃ
অবকাঠামো উন্নয়ন ও সক্ষমতা প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।