প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা তানোরে কর্মীদের তোপের মুখে মন্চ পালিয়ে রক্ষা পেলেন রাব্বানী-মামুন

তানোরে কর্মীদের তোপের মুখে মন্চ পালিয়ে রক্ষা পেলেন রাব্বানী-মামুন

216
0

সাইদ সাজু, তানোর থেকেঃ রাজশাহীর তানোরে আ’ লীগের বর্ধিত সভায় নেতা-কর্মি ও সমর্থকদের তোপের মুখে মন্চ থেকে পালিয়ে রক্ষা পেয়েছেন ক্ষনে ক্ষনে নৌকা ফুটো কারীর মুল হোতা তানোর উপজেলা আ’ লীগ সভাপতি গোলাম রাব্বানী ও তানোর উপজেলা আ’ লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

শনিবার সকালে তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ামে তানোর উপজেলা আ’ লীগের উদ্যোগে আগামী ১৬ই জুন অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনের প্রস্তুতি সভার মন্চে রাব্বানী মামুনকে দেখে স্থানীয় নেতা-কর্মি ও সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এক পর্যায়ে স্থানীয় সংসদ ও জেলার নেতাদের সামনেই নেতা-কর্মিরা জয় বাংলা শ্লোগান দিয়ে রাব্বানী-মামুনের শাস্তির দাবি করে ফুসে উঠে বিভিন্ন শ্রোগান দিতে থাকেন এবং তাদের দুজনের বহিস্কারের দাবি তুলেন একপর্যায়ে মন্চের সামনে বিশৃংখল পরিস্থিতির সৃষ্টির পাশাপাশি নেতা-কর্মিরা মন্চের দিকে তেড়ে আসতে থাকেন।

এসময় স্থানীয সংসদ আলহাজ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী জেলা আ’ লীগ ভারপ্রাপ্ত সভাপতি অনীল কুমার সরকার, রাজশাহী জেলা আ’ লীগ সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ মন্চের নেতারা উত্তেজিত কর্মিদের শান্ত করার চেষ্টা করেন।

এসময় বিশৃংল পরিস্থিতর সৃষ্টি হলে তানোর উপজেলা আ’ লীগ সভাপতি গোলাম রাব্বানী ও আব্দুল্লাহ আল মামুন মন্চ থেকে পালিয়ে যান।
এসময় নেতা-কর্মি সমর্থকরা মধ্যে স্বস্থি ফিরে আসে এবং সবাই শান্ত হলে বর্ধিত সভা শুরু করা হয়।

উক্ত বর্ধিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, রাজশাহী জেলা আ’ লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার,
রাজশাহী জেলা আ’ লীগ সাধারণ সম্পাদক আবুল ওয়াদুদ দারা।

রাজশাহী জেলা মহিলা লীগ সভাপতি মর্জিনা পারভিন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব লুৎফর হায়দার রশিদ ময়না, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদসহ বিভিন্ন ইউনিয়ন আ’ লীগ সভাপতি/সম্পাদকগন।

এসময় রাজশাহী জেলা ও তানোর উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌর আ’ লীগ, যুবলীগসহ অংগ সংগঠনের বিপুল সংখক নেতা-কর্মি সমর্থকরা উপস্থিত ছিলেন।