প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা বাগমারার তাহেরপুরে বারনই নদীর পানিতে ডুবে যাওয়া ব্যাক্তির লাশ ১৫ ঘন্টা পর...

বাগমারার তাহেরপুরে বারনই নদীর পানিতে ডুবে যাওয়া ব্যাক্তির লাশ ১৫ ঘন্টা পর উদ্ধার

87
0

বাগমারা প্রতিনিধিঃ বাগমারার তাহেরপুর পৌরসভায় বারনই নদীর পানিতে ডুবে রুপ কুমার হালদার (৪০) নামের এক ব্যক্তির নিখোঁজের ১৫ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বাগমারা ফায়ার সার্ভিসের একটি দল আজ রবিবার সকাল ৮ টার দিকে নিঁেখাজ ব্যাক্তির মরদেহ উদ্ধার করে।
ঘটনা সুত্রে জানা যায়, গতকাল শনিবার বিকাল ৫ টার সময় রুপ কুমার বারানই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজের ১৫ ঘন্টা পর বাগমারা ফায়ার সার্ভিসের একটি দল আজ রবিবার সকাল ৮ টার দিকে নিঁেখাজ ব্যাক্তির মরদেহ উদ্ধার করে। রুপ কুমার নাটোর জেলার দত্তপাড়া গ্রামের নীরেন হালদারের ছেলে। তিনি তাহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হালদার পাড়া মহল্লার মৃত বিশু হালদারের জামাই। সেই সূত্রে তিনি হরিফলা বেড়িবাঁধ এলাকায় বসবাস করতেন। স্থানীয় লোকজন ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঐদিন সকালে রুপ কুমারের কাকা শুশুর মারা যায়। কাকা শুশুরের অন্তষ্টি ক্রিয়া শেষে বাড়ির পাশে নদীতে গোসল করতে যায়। নদীতে গোসল করতে নেমে ডুব দিলে আর উঠেনি ।
বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল, সকালে তার মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে। পরে বেলা ১২ টার দিকে তাহেরপুর মহাশ্মশানে তার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এ ব্যাপারে বাগমারা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা যায়। একই দিনে একই পরিবারের দুই জনের মৃত্যুতে এলাকাবাশীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।