আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারায় তাহেরপুর  সালাফিিইয়া মাদ্রাসার  সুধী সমাবেশ- ২০২৫  অনুষ্ঠিত হয়েছে।
তাহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিন পাড়া দুর্গাপুর রোড সংলগ্ন তাহেরপুর সালাফিইয়া মাদ্রাসার  উদ্যোগে এই সুধী  সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার  (২৬ শে জুলাই  / ২০২৫) সকাল ১০টায় তাহেরপুর সালাফিইয়া মাদ্ররাসার হল রুমে  অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, তাহেরপুর সালাফিইয়া  মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ডাঃ মুনসুর আলী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিচালক হিফয বিভাগ, আল মারকাযুল ইসলামী আস সালাফী নওদাপাড়া, রাজশাহী হাফেজ মাওঃ মোঃ লুৎফর রহমান।  তিনি বলেন, সালাফিইয়া মাদ্রারাসা  সহী্ সুন্নাহ ভিত্তিক একটি  প্রতিষ্ঠান, তাহেরপুরে এতো সুন্দর একটি দিনি শিক্ষা প্রতিষ্ঠান সালাফিইয়া  মাদ্রাসা আছে আমি আগে জানতামনা। আমি ডাঃ মুনসুর আলীর দাওয়াতে এসে দেখে খুশি হয়েছি।   এখানে ছাত্ররা  দিনি শিক্ষা লাভ করে মা – বাবা ও নিজ স্বজনদের   জানাযার নামায পড়াবে এবং ভাল ভাবে  কোরআনের শিক্ষা  অর্জন করে উচ্চতর শিক্ষা লাভ করে নিজের জীবন গড়বে – ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, তাহেরপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ সাইদুর রহমান। তাহেরপুর সালাফিইয়া মাদ্রাসার সভাপতি মাওঃ মোঃ আবুল কালাম শেখ। কিশমত গনকৈড় ইউনিয়ন গোপালপাড়া গ্রামের বিশিষ্ট কাঠব্যবসায়ী মূহাঃ সাহাবুর রহমান। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর বাজারের বিশিষ্ট স্বর্ন ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম। শিমুল এন্টারপ্রাইজ এর মালিক  মোঃ ইকবাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র মাদরাসার সকল শাখার শিক্ষক – শিক্ষিকা, ছাত্র-ছাত্রী,মাদ্রাসা কমিটির সকল সদস্য  এবং সকল ছাত্র-ছাত্রীর অভিভাবক সহ অত্র এলাকার  গণ্য –  মান্য ব্যক্তিবর্গ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, অত্র মাদ্রাসা কমিটির সদস্য শহিদুজ্জামান  এবং সমাবেশ শুরুর আগে  পবিত্র কোরআন তেলওয়াত করেন তাহেরপুর সালাফিইয়া মাদ্রাসার প্রধান হাফেজ  সজিব রহমান।