গোদাগাড়ী পৌরসভার কৃতি শিক্ষার্থীদের মাঝে
পৌর প্রশাসক বৃত্তি প্রদান অনুষ্ঠত।

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী:
গোদাগাড়ী পৌরসভায় কৃতি শিক্ষার্থীদের গোদাগাড়ী পৌর প্রশাসক বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার বেলা ১২টার দিকে পৌরসভা চত্তরে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার রাজশাহীর উপ পরিচালক, মো. জাকিউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন, সরকারি কমিশনের (ভুমি) মো. শামসুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, আব্দুল মানিক, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, পৌর নির্বাহী কর্মকর্তা মোহা. সারওয়ার জাহান,
পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা হেলাল উদ্দীন,
অনুষ্ঠানে গোদাগাড়ী পৌরসভার কৃতি শিক্ষার্থী ২০২৫ শিক্ষা বর্ষের এস.এস.সিতে জিপিএ-৫ প্রাপ্ত মোট ৬৯ জনকে প্রতিজন ১৫শ টাকা, সনদপত্র, ২টি করে বৃক্ষ ও ২টি বই প্রদান করা হয়।