প্রচ্ছদ অপরাধ ভোলাহাটে বাল্য বিয়ের অপরাধে দুই মেয়াদে তিনজনের সাজা 

ভোলাহাটে বাল্য বিয়ের অপরাধে দুই মেয়াদে তিনজনের সাজা 

462
0
ভোলাহাট ( চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বর-কনের  বাবা ও মুয়াজ্জিনকে  দুই মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১২ নভেম্বর বৃহস্পতিবার বেলা আড়াইটার সময়  এই সাজা দেওয়া হয়। গত ৩০ অক্টোবর মৃত আমজাদ আলীর ছেলে জেন্টু(৪৫) তার ৬ষ্ঠ শ্রেনী পড়ুয়া ১১ বছর বয়স্ক মেয়ের পার্শ্ববর্তী গ্রাম  হোসেনভিটা গ্রামের আব্দুল মালেকের ছেলের সাথে বিয়ে দেয়। ১২ দিন পর খবর পেয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থেকে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। এ সময় বাল্যবিয়ে নিরোধ আইন/২০১৭ অনুযায়ী মেয়ের বাবা  জেন্টু ও ছেলের বাবা আব্দুল মালেক (৫৫) কে পৃথক ভাবে ১ বছর করে এবং বাল্যবিয়ে পড়ানোর অপরাধে  আলালপুর গ্রামের সহিমুদ্দীনের ছেলে মুয়াজ্জিন বারিউল ইসলাম (৩৭)কে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের    নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, ভোলাহাট উপজেলায় বাল্যবিয়ে দেয়া যাবেনা। ২ বছরের মধ্যে বাল্যবিয়ে দেয়ার খবর পেলে কোন ছাড় দেয়া হবে না। আর দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।