জিখবর ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে নামাজের সময় উচ্চস্বরে গান-বাজনা করায় গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজে ৩০ বছর পুর্তি উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় চেয়ার, সাউন্ড সিস্টেম সহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। শনিবার আসরের নামাজ পরে কলেজ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের ৩০ বছর পুর্তি উদযাপন উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে পুনর্মিলনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব, স্মৃতিচারণমূলক সেশন ও প্রাক্তন শিক্ষার্থীর মিলন মেলা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক উৎসবের শেষের দিকে আসরের নামাজের সময় উচ্চস্বরে গানবাজনা করার অভিযোগ এলাকাবাসী ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া যায়। Post navigation নাচোলে রেলওয়ের অনলাইন টিকিং বুকিং কার্যক্রমের উদ্বোধন নাচোলে ৬দিন থেকে এক কিশোর নিখোঁজ, থানায় অভিযোগ দায়ের !