আব্দুল খালেক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ ঈদগাহ ময়দান ঈদের নামাযের জন্য সম্পূর্ণ প্রস্তত করা হয়েছে। ঈদগাহের ডেকোরেশনের কাজ করেছেন মদীনা ডেকোরেটরের স্বত্তাধিকারী শামীম আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেছেন এ বছর ঈদে উপজেলা ঈদগাহ ময়দানকে সুশোভিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরিবেশ সুন্দর করতে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে।
তিনি উপজেলা মসজিদে ঘোষণা করেছেন, উপজেলা পরিষদ ঈদগাহ ময়দানে আগত সকল মুসল্লীকে গোদাগাড়ীর চর আষাড়িয়াদহে তৈরি মিষ্টি দিয়ে মিষ্টিমুখ করানো হবে। ঈদ উল ফিতরের দিন মিষ্টি খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাত। এ সুন্নাতকে জিইয়ে রাখতেই ইউএনও সাহেব এমন উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান তিনি। চরের মিষ্টিগুলোকে যেন ব্রান্ডিং করা যায় সে জন্য গ্রামকে বেছে নিয়েছেন নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ।

ঈদগাহে মিষ্টিমুখ করানোর রেওয়াজ ইতিপূর্বে কোনদিন হয়নি। তাই তিনি এমন কাজ করবেন বলে ঘোষণা করায় তার প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় মুসল্লীরা।