আব্দুল খালেক: গোদাগাড়ী আন্তঃ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর সকালে বাংলা ও বিকেলে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আ.ফ.জি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বছর ১৮টি সদস্য প্রতিষ্ঠানের মধ্যে ১৩টি প্রতিষ্ঠানের ২৭৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরীক্ষায় গোদাগাড়ী উপজেলার বেসরকারি বিভিন্ন কেজি স্কুল অংশগ্রহণ করেছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

গোদাগাড়ী আন্তঃ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর আহ্বায়ক জনাব আব্দুল খালেক জানান গোদাগাড়ীতে ২০১৪ সাল থেকে বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। বৃত্তি প্রাপ্তদের নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। অত্যন্ত সৌহার্দপূর্ণভাবে মনোরম পরিবেশে পরীক্ষা পরীক্ষা গ্রহণ করা হয়।