স্টাফ রিপোর্টারঃ
৫ আগষ্ট ছাত্র জনবার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গোদাগাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির পৃথক পৃথক কর্মসূচী পালিত হয়েছে।
গোদাগাড়ী উপজেলা থানা রোডে বিকেল ৫টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেকসহ সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
অপর দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিন বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভা শেষে ৫ আগষ্টের আন্দোলনে আহতদের দলীয় কার্যালয়ে ক্রেস্ট প্রদান করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন মেজর জেনারের অবঃ শরিফ উদ্দীনসহ উপজেলার সকল অঙ্গ সংগঠনের নেতৃবন্দ।