Home অন্যান্য পৃষ্ঠা গোদাগাড়ীতে ডাবগাছে উঠে একজনের মৃত্যু

গোদাগাড়ীতে ডাবগাছে উঠে একজনের মৃত্যু

475
0

শহিদূল ইসলাম: গোদাগাড়ীতে ডাবগাছে উঠে এক জনের মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুর ১টার দিকে গোদাগাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ডের রামনগর গ্রামের টিটু মোহরিলের ভাগিনা চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের কলিকাতা গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে ওবাইদুল ইসলাম (নাইম) (২১), সাত্তার মাওলানার বাড়ীর পার্শ্বে ১২টার দিকে ডাবের গাছে ডাব পাড়তে উঠে। গাছে উঠার পর ছেলেটি হঠাৎ গাছ থেকে পড়ে যায়। অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যায় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।