গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলতি অর্থ বছরে রোপা আমন মৌসুমে কৃষি প্রণোদনা পাচ্ছে ১৬শ কৃষক। এ কর্মসূচির আওতায় রোপা আমন ধানের ( উকশী) আবাদ ও বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ,খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও এলাকার জাতীয় সংসদ সদস্য মু জিয়াউর রহমান।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার জেসমিন আক্তার লাবনী, উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপসহকারী ফজলুর রহমান,আব্দুর রাকিব, তৌহিদুল ইসলাম বুলেট প্রমূখ।
উল্লেখ্য,চলতি আমন মৌসুমে উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৬০০ কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হবে।