প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোমস্তাপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২৮৮৪জন

গোমস্তাপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২৮৮৪জন

89
0

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রোববার থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২ হাজার ৮ শ ৮৪ জন। এর মধ্যে এইচএসসিতে ২ হাজার ১শ২৪ জন,এইচএসসি(বিএম) ৪শ৭৪ জন ও আলিমে ২ শ ৮৬ জন পরীক্ষার্থী রয়েছে। এ বছর উপজেলার ৪ টি কেন্দ্রে এইচএসসি, ২ টি কেন্দ্রে এইচএসসি (বিএম) ও একটি কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ কেন্দ্রে ৯৯৯জন, রহনপুর মহিলা কলেজ কেন্দ্রে ৪৭৩,গোমস্তাপুর এসএম কলেজ কেন্দ্রে ৫২৬ জন,চৌডালা জে.এ.এম কলেজ কেন্দ্রে ১২৬ জন এইচএসসি পরীক্ষার্থী রয়েছে। এছাড়া, প্রসাদপুর কামিল মাদ্রাসা কেন্দ্রে ২৮৬ জন আলিম ও ২টি কেন্দ্রে এইচএসসি( বিএম) পরীক্ষার্থী রয়েছে ৪৭৪ জন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত পরীক্ষা সংক্রান্ত সভায় এ বিষয়ে ১৮টি সিদ্ধান্ত গৃহীত হয়।