গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার  বোয়ালিয়া ইউনিয়নে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় কাউন্সিল বাজারে  আয়োজিত এ  সম্মেলনে সভাপতিত্ব করেন  ইউনিয়ন জামায়াতের  আমীর রাইসুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা  জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড.মুঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমির ইমামুল হুদা।বক্তব্য রাখেন,  উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী ও আব্দুল রাকিব, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মজিবুর রহমান, জামায়াত নেতা নাসিরুদ্দিন ও মাসুম বিল্লাহ।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোয়ালিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাজেদুল করিম।