গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর পুকুরে ডুবে সজীব( ১৩)নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।সোমবার দুপুরে গোমস্তাপুর এস এম কলেজের পুকুরে এ ঘটনা ঘটে।নিহত ওই শিক্ষার্থী উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বাজার পাড়া এলাকার মিঠুন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের তালেমুন কুরআন নূরানী মাদ্রাসার সামনে কলেজের পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদূদ আলম জানান, মৃতের মা বাবা সহ আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজনের কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।