আব্দুল খালেক :
রাজশাহীর গোদাগাড়ীতে ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে মানববন্ধন পালন করেছে স্থানীয় জনগণ।
আজ ৬ অক্টোবর ২০২৫ সকাল সাড়ে ৯টার দিকে মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকে নিয়োগকৃত এস.আলম গ্রুপের অদক্ষ কর্মকর্তা/ কর্মচারীদের ছাঁটাই করার দাবিতে মানববন্ধন করা হয়।
এতে বক্তারা বলেন পতিত স্বৈরাচারের ঘনিষ্ট সহচর ব্যাংক মাফিয়া এস.আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অসৎ, অদক্ষ ও ব্যাংক লুটের সহযোগি কর্মকর্তাদের অনতিবিলম্বে বরখাস্ত ও বিচারের দাবী করা হয়। ২০১৭-২৪ সাল পর্যন্ত অবৈধভাবে নিয়ম নীতির তোয়াক্কা না করে ব্যাংকে লোক নিয়োগ দেয়।
এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় কোনো বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৩৪০ জনের অবৈধভাবে নিয়োগে বিপর্যয়ের মুখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি । তাদের মধ্যে ছিল অনেকেরই ভুয়া সার্টিফিকেট। এতে ব্যাংকটির সেবার মান ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
অনিয়ম করে এসব অদক্ষ ও অর্ধশিক্ষিত কর্মীর জন্য প্রতি বছর ১৫০০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে ব্যাংকটির। ইসলামী ব্যাংক দল মত নির্বিশেষে সকলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ব্যাংকটি যাতে কোন ক্রমেই ক্ষতিগ্রস্থ না হয় সে দাবি জানান মানববন্ধনে আসা ব্যবসায়ী ও সুশিল সমাজের লোকেরা।