গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় ইসলামী ব্যাংকের কালেকশবুথ উদ্বোধন করা হয়েছে। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টায় পৌরসভায় শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন ইসলামী ব্যাংক রাজশাহী জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মনিরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাজমুস সাদাত রত্ন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শামসুল ইসলাম,
পৌর নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহা. সারওয়ার জাহান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গোদাগাড়ী ইসলামী ব্যাংক লি. এর ফার্ষ্ট এ্যাসিস্টান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফারিদ হোসেন,
ধন্যবাদ জ্ঞাপন করেন ইসলামী ব্যাংক লি. শাখা ব্যবস্থাপক মো. জিয়াউল হকসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও ইসলামী ব্যাংক লি. এর কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন এই কালেকশন বুথের মাধ্যমে পৌরসভার সাধারণ জনগণ সহজে, দ্রুত ও নিরাপদ শরিয়অহ সম্মত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে। এটি আর্থিক অন্তর্ভূক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পৌরসভার সকল ধরনের সেবা যেমন সকল ধরনের ফি, হোল্ডিং ট্যাক্স, ইউটিলিটি বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুটি ফান্ড, বেতন, সরকার কর্তৃক প্রদত্ব বিভিন্ন ধরনের বাতা ও উন্নয়ন প্রকল্পের তহবিল গ্রহণ। এছাড়াও সমাজ সেবা অধিদপ্তরের অধীনে সোশাল সেফটিনেটের আওতায় ১০ টাকার হিসাব খোলা সুবিধা, এম ক্যাশ সুবিধার সেবা প্রদান করা হবে। ভবিষ্যতেও জনগণের দৌড়গোড়ায় ব্যাংকিং সকল সেবা পৌঁছে দিতে ইসলামী ব্যাংক বদ্ধ পরিকর।













