জিখবর ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গৌরাঙ্গ বাড়ীতে অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ আয়োজন—ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহাউৎসবে ভক্তদের সেবা দিয়ে যাচ্ছেন রাজশাহী-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। গোদাগাড়ীর খেতুর ধামে ভক্তদের জন্য মানবিক সহায়তা ও সেবা কার্যক্রম পরিচালনা করছেন ।

​শনিবার বিকেলে তীর্থস্থানের পাশে নিজ বাড়ির সামনে অ্যাডভোকেট তারেক উৎসবে আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ভক্তদের খাদ্য, স্যালাইন, বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন।
এছাড়াও তিনি তাঁর উদ্যোগে ভক্তদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ছিল অ্যাম্বুলেন্স সেবা, ২৪ ঘণ্টা চিকিৎসা সহায়তা ও ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংবাদকর্মীদের জন্য আলাদা বসার স্থান, আপ্যায়ন ও বিশ্রামস্থল প্রস্তুত করা হয়। তারেক এবং তাঁর দলের নেতাকর্মীরাও সার্বক্ষণিক ভক্তদের সেবা কার্যক্রমে যুক্ত ছিলেন। এই মানবিক আয়োজনে মুগ্ধ হয়ে মেলায় উপস্থিত বাউল শিল্পীদেরও গানে গানে তাঁর প্রশংসা করতে দেখা গেছে। জানা যায় অ্যাডভোকেট তারেক আয়োজকদের আর্থিক সহযোগিতা করেন।

তবে ধর্মীয় আরাধনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেদিকে লক্ষ্য রাখতে নির্দেশ দেন তার ছোট ভাই (বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা বোর্ডের সদস্য ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক) মো. সাইফুল ইসলাম হীরককে।

অ্যাডভোকেট তারেকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উৎসবের সঙ্গে জড়িত ভক্ত ও নেতারা। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি উপেন্দ্রনাথ মণ্ডল বলেন, “তিনি সব সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকেন। এই বিশাল আয়োজনে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, যা গর্ব করার মতো। তার জন্য আমরা আশির্বাদ করি তিনি যেন সফলতা অর্জন করেন।

​গোদাগাড়ী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সুজন পাল জানান, ৪৩ বছর ধরে এই মহাউৎসবের সঙ্গে থাকলেও অ্যাডভোকেট তারেকের মতো এমন আন্তরিক সহযোগিতা তিনি এর আগে কোনদিন দেখেননি।

সেবার বিনিময়ে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা এ অঞ্চলের সমাজ-সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আমি নির্বাচিত হলে তাদের ধর্মীয় নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে একজন দায়িত্বশীল প্রতিনিধি নিয়োগ দেব, যিনি সব সময় তাদের পাশে থাকবেন।”

​উল্লেখ্য, দেশ-বিদেশ থেকে ভক্তদের সমাগমে মুখর এই তিরোভাব তিথি মহাউৎসব রবিবার শেষ হবে।