বাগেরহাট জেলা প্রতিনিধি :
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলা বিষয়ক মহড়া এবং আলোচনা সভা।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা বাস্তব মহড়া পরিচালনা করেন। তারা জরুরি প্রতিক্রিয়া, অগ্নিনির্বাপণ কৌশল ও উদ্ধার কার্যক্রম তুলে ধরেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির। সঞ্চালনায় ছিলেন শুভঙ্কর মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আব্দুল হালিম, শিক্ষক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলাম খসরু, প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শিব সজল যীশু ঢালী, রেড ক্রিসেন্ট প্রতিনিধি ইমদাদ ইলাহী চৌধুরী, টিম প্রধান মো. মোস্তাফিজুর রহমান কাজী এবং মিনহাজ ফকির প্রমুখ।
বক্তারা বলেন, দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি রোধে পূর্ব প্রস্তুতি ও জনসচেতনতার বিকল্প নেই। সকলের সমন্বিত প্রচেষ্টায় দুর্যোগ মোকাবেলা আরও কার্যকর হবে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে অনুষ্ঠিত মহড়ায় অংশগ্রহণকারীরা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কৌশল হাতে-কলমে শেখানো হয়।
পুরো আয়োজনটি বাস্তবায়ন করে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি