নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা পরিষদ ডাকবাংলো মাঠে পৌর বিএনপির আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক গোলাম জাকারিয়া, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)। বিশেষ অতিথি বক্তব্য রাখেন নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক, সাধারণ সম্পাদক ও নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, ভোলাহাট উপজেলা বিএনপি’র সভাপতি ইয়াজদানি জর্জ, সাধারণ সম্পাদক আব্দুল কাদের,পৌর বিএনপি’র সদস্য সচিব গোলাম রাব্বানী, বিএনপি নেতা বাবুল আক্তার। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থপনায় ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দুরুল হুদা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম ও সাবেক ছাত্রদল নেতা মোঃ আসিফ মিয়া। সম্মেলনে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস আওয়ামীলীগ সরকার দেশ ও দেশের জনগনকে ঘোর বিপদের মধ্যে ফেলেগেছে। দেশটাকে গুম, খুন ও দূর্নীতির স্বর্গ রাজ্যে পরিনত করেছে। বর্তমানে তারা দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আগামী দিনে বিএনপিকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে বিনির্মান করতে হবে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে একযোগে কাজ করতে হবে। পৌর বিএনপির যে কমিটি দেয়া হবে তাদেরকে মেনে নিয়ে কাজ করতে হবে