সভাপতি-আরজাউল, সম্পাদক-নসিব
অলিউল হক ডলার ,নাচোলঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সাউন্ড ও ডেকোরেটর ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের রাওতাড়া এলাকা তেভাগা আনোদলনের কিংব্দন্তি নেত্রী ইলামিত্র সংগ্রহশালা প্রাঙ্গনে নসিব হোসেনের সভাপিতত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনা শেষে কমিটি গঠনের সিন্ধান্ত গ্রহন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল প্রেসক্লাবের সভাপতি ও গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর পরিচালক অলিউল হক ডলার।
বিশেষ অতিথি ছিলেন নাচোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, কিশোর কিশোরী ক্লাবের প্রশিক্ষক ও সংগীত শিল্পী ফরহাদ হোসেন, ভোলহাট সঞ্চারী শিল্প গোষ্ঠীর পরিচালক ও মিউজিসিয়ান মোস্তাক আহম্মেদ প্রমূখ।
আলোচনা শেষে বিশ্বাস ডেকোরেটরের মালিক আজাউল ইসলামকে সভাপতি ও নাসিব সাউন্ড সিস্টেম এর মালিক নসিব হোসেনকে সাধারণ সম্পাদক ও হায়দার সাউন্ড সিস্টেম এর মালিক হায়দার আলীকে অর্থসম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি মোঃ সাইফুদ্দিন (সাগর সৈকত ডেকোরেটর), সহসম্পাদক মোঃ মুকুল হোসেন(মুকুল ডেকোরেটর), সাংগঠনিক সম্পাদক ওয়াসিম, প্রচার সম্পাদক মাহফুজ সদস্য মুকুল আহম্মেদ, ফিরোজ হোসেন, ইউসুফ আলী ও মোঃ ইমন।
সাধারণ সদস্য শাজাহান আলী, মেসবাউল হক, রিমন, ফরিদ, নাদিম, রিয়াজুল ও আব্দুল আলিম। দুপুরে ভোজ শেষে গীতঞ্জিলি সাংস্কৃতিক একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।