নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচলে নাচোল খোরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিকী পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বনি ইসরাইল, মালয়েশিয়া প্রবাসী অবসরপ্রাপ্ত শিক্ষক সেলিনা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রধান অতিথি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী,তাই নারীর শিক্ষার বিকাশ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীরা আজ উচ্চ শিক্ষা অর্জন করে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এই অত্র বিদ্যালয় নারী শিক্ষার বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শুধু শিক্ষকমন্ডলী কাজ করলে হবে না অভিভাবককে সচেতন হতে হবে।তাহলে জাতি গঠনে নারী শিক্ষা কাজে লাগবে। ইতিমধ্যে ৭ম,৮ম ও ৯ম শ্রেনীর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান