আঃ রহমান মানিক, সিনিয়র ষ্টাফ রিপোর্টার।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দায়সারাভাবে পালন করা হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব উন্নয়ন দিবস। যুব দিবসের অনুষ্ঠানে নিমন্ত্রণ পায়নি উপজেলা পর্যায়ের কোন দলের যুবকেরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরাও। শুধুমাত্র যুব উন্নয়ন সমিতির আওতাধীন ঋণগ্রহীতারা এবং হাতেগোনা কয়েকজনকে নিয়ে জাতীয় দিবস দায়সারা ভাবে পালন করায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
সচরাচর উপজেলা প্রশাসন তথা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আয়োজনে বিভিন্ন সভা সেমিনার কিংবা জাতীয় দিবসগুলোতে সকল দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং জন প্রতিনিধিদের উপস্থিতিতে পালিত হয়ে থাকে। তবে ১২আগস্ট মঙ্গলবার নাচোল উপজেলা প্রশাসন ও উপজেলা যুব ও আন্তর্জাতিক উন্নয়ন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনায় এধরনের তারা কেউ উপস্থিত ছিলেন না। যুব উন্নয়ন কর্মকর্তার অফিস থেকে কাউকে আমন্ত্রণ দেয়া হয়নি বলেও জানান তারা।
নাচোল উপজেলা বিএনপি দলের সভাপতি এম,মজিদুল হক বলেন আমাদের কোন দাওয়াত করেনি, জানতে পারলে আমি যেতে না পারলেও আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাতাম। জাতীয় যুব দিবস একটি গুরুত্বপূণ দিবর্স।
বিএনপি নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন বলেন আমাদের দলের কাওকে না জানিয়ে দায়সারা ভাবে পালিত করেছে যুব দিবস। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
পৌর জামায়াতে আমীর মনিরুল ইসলাম জানান তারাও কোন চিঠি পাননি। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন যে, কোন চিঠি বা ফোনেও জানাননি তারা। এদেরকে কি বলবো আর।
এছাড়াও বিভিন্ন দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও
বলেন যে, প্রশাসনের সব অনুষ্ঠানে দাওয়াত দেয়া হলেও যুব দিবসের অনুষ্ঠানে কোনো দাওয়াত পাইনি।
সরকারের একটা সফল মন্ত্রণালয় যুব উন্নয়ন অধিদপ্তর আর যুবরাই সরকারের সফলতার অংশীদার সেখানে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে।
কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব ও ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হক অপু বিশ্বাস বলেন, জনপ্রতিনিধি হিসেবে সব সময় প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ পাই কিন্তু যুব দিবসের অনুষ্ঠানে নিমন্ত্রণ পাইনি।
এবিষয়ে নাচোল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) মোঃ পারভেজ আলী বলেন, কোন দলকে ইনভাইট করার নির্দেশনা ছিলনা। আর যদি উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি কিংবা কোন সাংবাদিকে চিঠি না করে থাকে এর জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
তিনি বলেন আমি নাচোল ও গোমস্তাপুর দুই উপজেলায় দ্বায়ীত পালন করি। আমি আজ নাচোল অফিস সহকারীদের দায়িত্ব দিয়ে গোমস্তাপুর উপজেলার প্রোগ্রামে রয়েছি।
উপজেলা নির্বাহী কামাল হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এবিষয়ে যুব উন্নয়ন কর্মকর্তা
সাথে যোগাযোগ করতে বলেন।