চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী নারায়নপুর ইউনিয়নে বন্যাকবলিতদের জন্য ভ্রাম্যমান চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর, চাঁপাইনবাবগঞ্জ। ভয়াল পদ্মা পাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ সৈয়দ মোঃ সুমন সহ স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার সিএইচসিপিরা এই কর্মসূচিতে অংশ গ্রহণ করে। দীর্ঘ্য ২ ঘন্টা নৌকাভ্রমণের পর বন্যা কবলিত নারায়নপুরে পৌছে তিনারা মাইকিং করে এলাকাবাসীদের চিকিৎসা সেবা নেয়ার জন্য আহব্বান করেন এবং মানুষের চিকিৎসা ও ওষুধ বিতরণকরে। পুরো দিনব্যাপী্ সাথে থেকে সুষ্ঠু ভাবে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা: সৈয়দ মোঃ সুমন। তিনি বলেন প্রান্তিক জনগোষ্ঠী ও বন্যায় পানিবন্দি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এই ধরনের ভ্রাম্যমাণ চিকিৎসা সেবার আয়োজন করছি। যেখানে সতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ ও দায়িত্ব পালন করছেন কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার সিএইচসিপি সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। তিনি আরো জানান গত ১৮ আগস্ট আলাতুলি ইউনিয়নের প্রায় ১৭০০ বন্যাকবলিত পানিবন্দি মানুষকে চিকিৎসা ও ঔষধ বিতরণ করছি। তিনি আরো বলেন যেকোন দুর্যোগপুর্ন পরিস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা,সিএইচসিপি সহ সকল স্বাস্থ্যকর্মী নিরলশভাবে তাদের ডিউটি পালন করতে বদ্ধ পরিকর। আতগ রোগী ও সাধারন মানুষের সামনে নানান ধরনের অসুখের উপর স্বাস্থ্য শিক্ষা প্রদান করেন কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডারগন। আবারো এই ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।