আব্দুল খালেক: গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে নারী ও শিশু সুরক্ষায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) মোঃ শামসুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নিলুফার ইয়াসমিন, এস.আই মোয়াজ্জেম হোসেন (তদন্ত), গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ড. শাহাদত হোসেন, সাংবাদিক আব্দুল খালেক, সাইফুল ইসলাম প্রমুখ।
২০২৪-২৫ অর্থ বছরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের বরাদ্দকৃত অর্থ হতে নারী ও শিশুদের সুরক্ষায় কর্মশালায় মুল প্রবন্ধ পাঠ করেন নিলুফার ইয়াসমিন। আলোচকবৃন্দ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে পারিবারিক ও ধর্মীয় শিক্ষার উপর জোর দেন। ছেলে-মেয়েদের সর্বদা দেখে-শুনে রাখার পরামর্শ প্রদান করেন। সেই সাথে গুড টাচ ও ব্যাড টাচ এবং বয়সন্ধিকালের পরিবর্তনসমূহ বিষদভাবে তুলে ধরা হয়। সচেতন থাকার পরেও যদি কারও কোন সমস্যা হয় তাহলে প্রথমে পিতা-মাতা, মহিলা বিষয়ক কর্মকর্তা অথবা থানায় অভিযোগ দেয়া। সবাই সচেতন হলে নারী নির্যাতনের মত ঘটনা ক্রমেই হ্রাস পাবে।
কর্মশালায় অংশগ্রহণ করেন শিক্ষক, ইউপি সদস্য, অভিভাবকবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র/ছাত্রীবৃন্দ।