আব্দুল খালেক: গোদাগাড়ীতে প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
১৪ ডিসেম্বর, রবিবার সকাল ১০টায় ডাইংপাড়া স্বাধীন চত্তরে ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপন বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি এ্যাড. সালাহ উদ্দীন বিশ^াসের সভাপতিত্তে ও তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য পেশ করেন পালপুর ধরমপুর কলেজের অধ্যাপক ড. ওবাইদুল্লাহ, বরজাহান আলী পিন্টু, মো. মুজিবুর রহমান, সমাজ ও মানব কল্যাণ সংঘের মহাসচিব নুর আলম অহিদ, মশিউর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নতুন করে গোদাগাড়ীতে কোন প্রি-পেইড মিটার লাগাতে দেওয়া হবে না। আগামী ১০ কার্যদিবসের মধ্যে জোর করে স্থাপনকৃত সকল প্রিপেইড মিটার অপসারণ করে আগের ডিজিটাল মিটার স্থাপন করতে হবে। যদি দাবি মানা না হয় তাহলে নেসকো অফিস ঘেরাওসহ অফিসারদের অফিস করতে দেওয়া হবে না।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাদাত রত্ন এর মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
আব্দুল খালেক
গোদাগাড়ী, রাজশাহী।
০১৭২১-০৩১৮৯৪

















