আব্দুল খালেক: রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টা থেকে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, দৌড় ও কাবিং খেলার সারাদিন ব্যাপী প্রতিযোগিতা চলে। প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসের সহকারি শিক্ষা অফিসারবৃন্দ।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতাটি প্রথমে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রাথমিকভাবে বাছাইকৃতরা দ্বিতীয় ধাপে ইউনিয়ন পর্যায়ে অংশ গ্রহণ করেছে এবং ইউনিয়ন ভিত্তিক বাছাই করার পর তাদেরকে নিয়ে উপজেলা ভিত্তিক ৫৪টি পদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিজয়ীদের প্রতিটি খেলায় জেতার সাথে সাথে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।