ঢাবির বটতলায় আরবি বিভাগের শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত করার কারণে ড. জুবাইর মোহাম্মদ ইহসানুল হক স্যার কে শোকজ করা হয়েছিল।
আজ কলা অনুষদের শোকজ করা সেই ডীন আব্দুল বাছির লাঞ্ছিত এবং অপমানিত অবস্থায় পদত্যাগ করতে বাধ্য হয়েছে।

পদত্যাগের পর তাকে কোরআন তেলাওয়াত শোনানো হয় এবং মোনাজাত পরিচালনা করা হয়।

 

ঢাবির বটতলায় কোরআন তেলাওয়াত অনুষ্ঠান, বিভাগীয় চেয়ারম্যানকে শোকজ
গত ১০ মার্চ পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় অনুষ্ঠিত কোরআন তেলাওয়াতবিষয়ক অনুষ্ঠান কর্তৃপক্ষের থেকে অনুমতি নিয়ে করেনি বলে দাবি করেছে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির। অনুষ্ঠানের আয়োজক শিক্ষার্থীরা আদৌ বিশ্ববিদ্যালয়ের কিনা তা যাচাইয়ের জন্য আরবি বিভাগের চেয়ারম্যানের নিকট চিঠি পাঠানো হয়েছে। এ সময় ‘তাদের কেন শাস্তি প্রদান করা হবে না’ এই মর্মে বিভাগীয় চেয়ারম্যানের কাছে জবাব চাওয়া হয়।

গত বুধবার (১৩ মার্চ) আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জুবায়ের এহসানুল হক বরাবর কলা অনুষদের ডিন এই চিঠি প্রেরণ করেন। 

আরবি বিভাগের অফিস সূত্রে জানা যায়, কোরআন তেলাওয়াত আয়োজনকারী সংস্থা ‘আরবি সাহিত্য পরিষদ’ নামে কোনও সংগঠন আরবি বিভাগের নেই। তবে এই সংগঠনটি ১০ মার্চ বটতলায় কোরআন তেলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করে। এরই প্রেক্ষিতে গত ১৩ মার্চ কোরআন তেলাওয়াত অনুষ্ঠানের অনুমতি না নেওয়া বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত আখ্যায়িত করে আরবি বিভাগের নিকট চিঠি পাঠানো হয়। 


মানুষের মন্তব্য:

Masud Mahammud

আলহামদুলিল্লাহ
Anowarul Islam

প্রতিবাদ হোক এমনি মধুর।
দারুণ আইডিয়া
Rahima Khatun

আলহামদুলিল্লাহ ,একদম ঠিক হয়েছে
চৌধুরী মোহাম্মদ লোকমান মিয়াজী

আলহামদুলিল্লাহ্
দারুন প্রতিবাদ
Naeem Hasan

দারুন আইডিয়া, মধুর প্রতিশোধ এভাবেই নিতে হয়।
Rabiul Karim Ripon

আলহামদুলিল্লাহ
Mehrab Hossen Habib

﴿يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ﴾
[ الصف: 8]…

See more
Shariful Islam 

ইতিবাচক প্রতিবাদ —
ধন্যবাদ ভাইদের
Zahidul Islam

আলহামদুলিল্লাহ
Rafiql Islam

থ্রি স্টুজেস এর কথা মনে পড়ে গেল। অনেক মজার। কিন্তু হায়, উনি কি ভেবেছিল, আর কি হয়ে গেল।
Ibrahim Soyed

আলহামদুলিল্লাহ
Top fan

মোহাম্মদ রফিকুল ইসলাম

আলহামদুলিল্লাহ
MD Hasnain All Hasan

আলহামদুলিল্লাহ
Saiful Islam Patwary

আলহামদুলিল্লাহ প্রতিবাদ হোক এভাবে
Tuhin Tuhin

খুবই ইন্টারেস্টিং প্রতিবাদ।