প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা রাজশাহী পলিটেকনিকে ইন্ডাস্ট্রি-ইন্সটিটিউট লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী পলিটেকনিকে ইন্ডাস্ট্রি-ইন্সটিটিউট লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

333
0

আব্দুল খালেক: রাজশাহী পলিটেকনিকে রাজশাহী পলিটেকনিকে ইন্ডাস্ট্রি-ইন্সটিটিউট লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে করণীয় নির্ধারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ জুন, মঙ্গলবার বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট হলরুমে সেমিনারে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশীদ মল্লিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান (লিটন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ন সচিব (প্রশাসন) ডা. মোঃ আয়াতুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবুল কালাম সিদ্দিক, মূল প্রবন্ধ উপস্থাপন করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয় রংপুরের সংযুক্ত কর্মকর্তা আবু হামেদ মোঃ জাকারিয়া শহীদ, বক্তব্য দেন মহিলা পলিটেকনিক ইনস্টটিটিউটের অধ্যক্ষ ওমর ফারুক প্রমুখ।

এছাড়াও সেমিনারে রাজশাহী জেলার কারিগরি সরকারি-বেসরকারি বিভিন্ন কলেজ ও মাদরাসার অধ্যক্ষ, কারিগরি প্রশিক্ষণ সমূহের পরিচালকগণ, সুধিমন্ডলী, শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপনের লক্ষ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় এবং রাজশাহী পলিটেকনিকে ইন্ডাস্ট্রি-ইন্সটিটিউট আয়োজনে সকালে ছাত্র/ছাত্রীদের নিয়ে র‌্যালী করা হয়।
কারিগরি শিক্ষা মুলত হাতে-কলমে বা বাস্তবমূখী শিক্ষা ব্যবস্থা। এর জন্য দুই ধরনের দক্ষতা অর্জন করতে হয়। (ক) পাঠ্য সূচীর শিক্ষার দক্ষতা এবং (খ) প্রয়োগিক দক্ষতা। সেমিনারে বক্তারা বলেন পুথিগত শিক্ষা দিয়ে দেশ তেমন লাভবান হবে না যতক্ষণ পর্যন্ত হাতে-কলমে কারিগরি শিক্ষা গ্রহণ না করবে। দেশে যারা বিভিন্ন ইন্ডাস্ট্রি চালায় তাদের প্রয়োজন অনুসারে তাদের মতকরে শিক্ষার্থীদের হাতে কলমে বিভিন্ন মেশিন বা কাজ শিক্ষা দিতে হবে। তাহলে একজন ছাত্র পড়া-শুনা শেষ করার পর আর ঘরে বসে থাকবে না। তার দ্বারা দেশ উপকৃত হবে। কারিগরি শিক্ষা দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। সকল ছাত্র/ছাত্রী যাতে কারিগরি শিক্ষা অর্জন করতে পারে তার জন্য আমাদের কাজ করতে হবে।