গোমস্তাপুর প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকায় খোলা বাজারে( ওএমএস)চাল বিক্রি শুরু করেছে উপজেলা খাদ্য বিভাগ।সোমবার এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক উজ জামান।এ সময় উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক সামিউল হক, ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও নাহিদ ইসলাম, ডিলার মোজাম্মেল হক প্রমুখ। প্রসঙ্গত: পৌর এলাকার ৪ টি স্থানে একদিন পর পর প্রত্যক ব্যক্তি ৫ কেজি করে ৩০ টাকা কেজি দরে চাল ক্রয় করতে পারবে বলে জানিয়েছে খাদ্য বিভাগ।
এছাড়া, প্রতিটি ডিলারের জন্য ২ মে:টন চাল বরাদ্দ দেওয়া হবে। যা প্রতিদিন ২০০ জন ক্রেতার কাছে চাল বিক্রয় করতে পারবে।