আব্দুল খালেক: রাজশাহীর গোদাগাড়ীতে সাফিনা পার্কে পর্যটকের ভীড় পরিলক্ষিত হচ্ছে। এখন শীতকাল, পুরো দস্তুর পিকনিকের মৌসুম।
শীতের শুরুতে কিংবা শেষের দিকে শিক্ষা সফরের ধুম পড়ে যায়।
বাংলাদেশের চেনা জানা যে কয়েকটি পার্ক রয়েছে তার অন্যতম হচ্ছে রাজশাহীর বরেন্দ্র ভূমির গোদাগাড়ীর এই সাফিনা পার্ক।
সাফিনা হচ্ছে পার্কের মূল মালিক মিজানুর রহমানের মেয়ের নাম।
মিজানুর রহমান চিনে ব্যবসা করেন।
তার নিজ বাড়ী গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা গ্রামে। গোদাগাড়ী সদর থেকে উত্তর-দক্ষিণে প্রায় ৮ কিলোমিটার দূরে সাফিনা পার্ক অবস্থিত।
এখানকার মনোরম পরিবেশ ও বৈচিত্র আপনাকে মুগ্ধ যার পরনায়।
শিশু ও বড়দের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড। পুকুরে স্পিড বোড নিয়ে খেলার সুবিধা। আছে সুউচ্চ পাহাড়। বিভিন্ন ফুলের গাছের বাহারী ডিজাইন। পানির লেক ও ঝর্ণা। ওয়াটার পার্ক, হিল গার্ডেন, বুলেট ট্রেন, বানচিং ফান, সিনবাদ, ডাইনোসর ওয়ার্ল্ড, সুইমিং পুল, ম্যাজিক মিরর, প্যাডেল বোড, ৯ডি মুভি ও সেমিনার কক্ষ।
এছাড়াও রয়েছে প্রয়োজনমত পিকনিক স্পট। নামাযের জন্য রয়েছে বিশাল মসজিদ। রাত যাপন করতে পারবেন এসি/নন এসি কটেজে। বাস রাখার জন্য রয়েছে বিশাল জায়গা।
পার্কটি আপনার বিনোদনের জন্য হতে পারে সর্বোচ্চ স্থান।