জিখবর ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিসিআইসির সার ডিলার, মেসার্স জিকে ট্রেডার্স এর বিরুদ্ধে অতিরিক্ত দামে সার বিক্রী ও কৃষকদের হয়রানীর প্রতিবাদে ডিলারশীপ বাতিল ও সুষ্ঠু বিচারের দাবিতে কৃষকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠি হয়েছে।
বৃহস্পতিবার ২৪ জুলাই বিকেলে উপজেলার কাকনহাটে সারের দোকানে নায্যমূল্যে সার পাচ্ছেনা বলে বিক্ষোভ করেছে ভুক্তভোগী সাধারণ কৃষক। বিক্ষোভে এলাকার সকল প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেছেন। তাদের দাবি সরকারি নির্ধারিত মূল্যে সার পাওয়া যাচ্ছে না। সরকারিভাবে ডিলারদের যে সার বরাদ্দ দেয়া হয়েছে সে সব সার ডিলাররা কালোবাজারী করে বাইরে বিক্রয় করে দিচ্ছে। যার দরকার ২ বস্তা তাকে দেয়া হচ্ছে ১০ কেজি।
সরকারিভাবে যে সারগুলো দেয়া হয় সেগুলো নিয়ে তালবাহানা করার কারণে কৃষকরা সার পাচ্ছে না, ফলে বেশি দামে অন্য স্থান থেকে সার ক্রয় করতে হচ্ছে। কতিপয় কৃষক বলেন তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করা হলেও কোন কাজ হয়নি। বস্তাপ্রতি সারের দাম ২০০/২৫০ টাকা করে বেশি নেয়া হচ্ছে বলেও অভিযোগ করছেন কৃষক। ডিলার একদিকে বলে সার নাই অন্য দিকে বেশি টাকা দিলেই সার বের করে দেয় বলে জানায় কৃষক আব্দুল জাব্বার। এমতাবস্থায় সারের মেমো চাইলে তিনি কৃষকদের সাথে অসৌজন্যমুলক আচরণ করে বলে বক্তারা জানায়। কৃষকরা আরো জানায় কৃষি অফিসার মরিয়ম আহমেদকে বিষয়টি জানালেও তিনি আমলে নিচ্ছেন না।