অনলাইন ডেস্ক:  রাজধানীর চকবাজারে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. শওকত আলী। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। তাঁর মাথা ও মুখের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্র বলছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে মালামাল জব্দ ও কারখানা সিলগালা করে ফিরে আসার সময় কারখানার লোকজন হামলা করেন। এ সময় হামলাকারীরা জব্দ করা মেশিন ও মালমালভর্তি ট্রাক ভাঙচুর করে সব নিয়ে যান।

হামলায় আহত পরিচালক শওকত আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে হাসপাতালে দেখতে এসে রুবিনা ফেরদৌসী সাংবাদিকদের বলেন, অভিযানে মালামাল জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়। পরে হেঁটে মূল সড়কে যাওয়ার সময় কারখানার লোকজন তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এতে একজন পরিচালক আহত হয়েছেন। তাঁর মাথা ও মুখের বিভিন্ন অংশে আঘাত লেগেছে।

শওকত আলীর বাড়ী: চাঁপাইনবাবগঞ্জ উপজেলার দেবীনগর ইউনিয়নের পাইখড়াটোলা গ্রামে। তিনি দেবীনগর অঞ্চলের একজন মেধাবীমুখ। অত্যন্ত ভালো একজন অফিসার। তিনি রাজশাহীর তানোর উপজেলায় অত্যন্ত সততা ও ন্যায় নিষ্ঠার সহিত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

তার উপর এমন বর্বরোচিত হামলার নিন্দা ও অপরাধিদের গ্রেফতার করতে তার নিজ এলাকা দেবীনগর ইউনিয়নের ধুলাউড়ি হাতে এক প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। প্রতিবাদ সমাবেশে তার ভক্ত অনুরাগী, বন্ধু, বান্ধবসহ এলাকার সর্বস্তরের লোকজন জমায়েত হয়েছেন।