প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা ধনবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধনবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

168
0

হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কদমতলী বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ২০২২ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।

বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলী কিসলু, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পিয়ার উল্ল্যাহ, সহকারী প্রধান শিক্ষক গোলাম সরোয়ার, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল করিমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসমসয় বিদ্যালয়ের শিক্ষক কামরুন্নাহার, সাংবাদিক হাফিজুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মাহেদুল হাসান, বাদল হোসেন, সাবেক শিক্ষক হাবীবুর রহমান, আব্দুল মান্নান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গন্যমান্যব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, ধনবাড়ীর বীরতারার কেন্দুয়া শাপলা হাই স্কুলের ২০২২ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় হলরুমে এঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন- বীরতারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, বীরতারা ইউনিয়ন আ’লীগের সভাপতি মো: ফজলুল হক সহ অন্যান্যরা।

এসময় বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকার গন্যমান্যব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বৃহস্পতিবার সকালে সরকারী ধনরবাড়ী নওয়াব ইনস্টিটিউশন স্কুলের ২০২২ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় হলরুমে এঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো: আসলাম হোসাইন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা প্রমূখ।