রাজশাহীর গোদাগাড়ীতে বাড়িতে অভিযান চালিয়ে ১৩ লাখ টাকাসহ মাদক ব্যবসায়ী তারেক হোসেনকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে গোদাগাড়ী পৌরসভার মাদারপুর গ্রামে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সাড়ে ৬ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য সাড়ে ৬ কোটি টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, মাদক কারবারি তারেক হোসেন বহুদিন থেকে এলাকায় মুদিদোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন। এখন তিনি বিপুল সম্পত্তির মালিক। ক্রয় করেছেন প্রায় সত্তর বিঘা জমি। রাজশাহী শহরে তার রয়েছে একাধিক ফ্লাট।
গোলাম আজম বলেন, তারেক হেরোইন চোরাচালানের গডফাদার। চক্রের অন্য হোতাদেরও নজরদারিতে রাখা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।