আব্দুল খালেক:

গোদাগাড়ীতে শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার সময় গোদাগাড়ী উপজেলা অডিটরিয়ামে শিক্ষক দিবসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুনমুন সুলতানা, মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক কামারুজ্জামান, মহিশালবাড়ী মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুল মালেক, আব্দুর রহমান , গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তুহিন, শাহসুলতান রহ. কামিল মাদরাসার উপাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। সঠিকভাবে প্রতিষ্ঠানে আসতে হবে। আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে তৈরি করতে হবে। পরিকল্পিত পাঠ উপস্থাপন করতে হবে, আদর্শ নাগরিক তৈরিতে আমাদের ভূমিকা রাখতে হবে। শিক্ষকদের অনেক কম বেতনে পড়াতে হয়, যার কারণে শিক্ষকতা পেশার বাইরে গিয়েও অন্য কাজে জড়িত হতে হয় শিক্ষকদের। অনেক সময় শিক্ষকদের পেনশনের অর্থ পেতে অফিসে অফিসে ঘুরতে হয়, এতে প্রায় ৪ বছর সময় লেগে যায়। অনেক ভোগান্তি হয়। এ ভোগান্তি যেন না হয় সে জন্য উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন বক্তারা।