প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা রাজশাহীতে জেলা রোভার স্কাউটের বৃক্ষ রোপন

রাজশাহীতে জেলা রোভার স্কাউটের বৃক্ষ রোপন

694
0

স্টাফ রিপোটারঃ রাজশাহীতে জেলা রোভার স্কাউটের বৃক্ষ রোপন করেছেন রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কামরুজ্জামান। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় গোদাগাড়ী রাজশাহী মহাসড়কের আলীগঞ্জে, বৃক্ষ রোপন কর্মসুচিতে রাজশাহী জেলা রোভারের কমিশনার ও রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইলিয়াছ উদ্দিন বৃক্ষ রোপন কর্মসুচির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোভার লিডার প্রফেসর হেলাল উদ্দিন, রাজশাহী নিউগভ ডিগ্রি কলেজের রোভার লিডার ও ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান, গোদাগাড়ী সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও দর্শন বিভাগের প্রভাষক মোঃ মাইনুল ইসলাম। রাজশাহী জেলার বিভিন্ন স্বনামধন্য কলেজের রোভার স্কাউট গ্রুপের সদস্যারা বৃক্ষ রোপন করেন। তারা সড়ক বিভাগ থেকে অনুমতি নিয়ে সুন্দর ভাবে বৃক্ষ রোপন করায় অতিরিক্ত জেলা প্রশাসক তাদের ধন্যবাদ জানান। এ সময় রাজশাহী জেলা রোভারের সম্পাদক ও রাজশাহী সরকারি কলেজের ভুগোল বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জহরুল ইসলাম বলেন যে, মজিব বর্ষ উপলক্ষে ও জাতীয় বৃক্ষ রোপন কর্মসুচির অংশ হিসেবে ফলজ ও বনজ ও ঔষুধী জাতীয় ১০০টি বৃক্ষ রোপন করা হয়েছে যাতে মাননীয় প্রধান মন্ত্রীর নিদের্শনা বাস্তবায়ন হয়।