আব্দুল খালেক: রাজশাহীর গোদাগাড়ীতে অসহায় দারিদ্রদের বাড়ী বাড়ী ঈদ উপহার নিয়ে ছুটছেন মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ যোগদানের পর থেকেই তিনি অসহায় দরিদ্র মানুষের প্রতি সহানুভূতিশীল আচরণ করছেন। এরই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে সকলের ঈদকে খুশিময় করতে ঈদ উপহার বিতরণ করছেন। স্বল্পভাষী অত্যন্ত নম্র ও বিনয়ী ইউএনও গোদাগাড়ীর সকল প্রকার সুবিধাবঞ্চিত অসহায় প্রকৃতির লোকজনের মাঝে চাল, ডাল, পিঁয়াজ, আলু, তেল, চিনি, সেমাই, পাঁপড় ইত্যাদি নিয়ে দরজায় কড়া নাড়ছেন। সকাল থেকে রাত পর্যন্ত ড্রাইভারকে সাথে নিয়ে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিতরণ করে চলেছেন ঈদ সামগ্রী। তাঁর অফিসে কোন সুবিধাবঞ্চিত লোকজন গেলেও তাকে ফেরত দিতে দেখা যায়নি। ২৫ মার্চ থেকে ঈদ উপহার বিতরণ কার্যক্রম চলমান রেখেছেন তিনি। প্রায় ৩শ জনেরও অধিক দারিদ্র পরিবারকে ঈদ উপহার দিয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।
ফাজিলপুর গ্রামের রোকেয়া, রামনগরের রাজিয়া বেগম ও কেল্লাবারুইপাড়ার গোলেনুর বেগম জানান ইউএনওর নিকটে ঈদ উপহার পেয়ে তারা অনেক খুশি। ঈদ উপহার নিয়ে হাঁসি মুখে তাদেরকে বাড়ী ফিরতে দেখা যায়।